ভারতীয় দূতাবাসের প্রথম সচিব নিনাদ এস ডেসপান্ডের সিলেট মন্দির পরিদর্শন
ভারতীয় দূতাবাসের প্রথম সচিব নিনাদ এস ডেসপান্ডে গতকাল ৯ এপ্রিল শনিবার বিকাল ৬টায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দর ধাম, সিলেট মন্দির পরিদর্শন করেন। তিনি মন্দিরের সেবা পূজা ও সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং মানবসম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক কর্মকান্ডে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি অদূর ভবিষ্যতে এই মন্দিরে পুনরায় আসার আশা ব্যক্ত করেন। নিনাদের মন্দির পরিদর্শনের সময় সিলেটের সুধী সমাজের অনেক সদস্যও উপস্থিত ছিলেন।