মোগলাবাজারে ‘টাউন বাস’ খাদে, আহত ১০
ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় একটি টাউন বাসা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে মোগলাবাজার পুরাতন থানার পাশে এ দুঘর্টনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে একটি টাউন বাস সিলেট নগরী থেকে হাজীগঞ্জে যাচ্ছিল। মোগলাবাজার পুরাতন থানার পাশে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে রেবতীরমণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফারুক, সহকারী শিক্ষিকা শিউলি দত্ত, রেবতীরমণ দ্বী-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, নৈশ প্রহরী মুক্তার আহমদকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।