সিলেট ওসমানী মেডিকেলে অগ্নিকাণ্ড
ডেস্ক রিপোর্ট :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওসমানী মেডিকেল কলেজের সীমানা প্রাচীরস্থ একটি গ্যাস লাইনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বর্জ্যপাতের কারণে গ্যাস লাইনে আগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে- বর্জ্যপাতের কারণে সোমবার সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সীমানা প্রাচীরস্থ একটি গ্যাস লাইনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।