সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন

1ডেস্ক রিপোর্ট :: সিলেটে তৃতীয়বারের মতো ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি বিজ্ঞান মনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং  বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট এর পৃষ্টপোষকতা এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
2বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এ মেলা  নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সোমবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ উদ্ভোধন ঘূষণা করেন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন, জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও সিলেট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র।

3এছাড়াও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় ও সিলেট জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার প্রথম দিন  চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৫ এপ্রিল  দ্বিতীয় দিন রয়েছে বিজ্ঞান ভিত্তিক সেমিনার, কুইজ প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।