বেসরকারি শিক্ষকরা চলতি মাস থেকে নতুন পে-স্কেলে বেতন : শিক্ষামন্ত্রী

7ডেস্ক রিপোর্ট :: বেসরকারী শিক্ষকদের যে পরিমাণ সহযোগীতা দেওয়া দরকার, ওই পরিমাণ সহযোগীতা আমরা দিতে পারি না। অথচ আমরা যা করতে চাই এর প্রধান শক্তি বা মূল শক্তি হচ্ছে আমাদের দেশের শিক্ষক। যাদের মর্যদা, ইজ্জত, সম্মান সবার চেয়ে উপরে। শুধু তাই নয় তারা সবই সৃষ্টি করে। তারা ভবিষ্যৎ সৃষ্টি করে, নতুন প্রজন্মকে গড়ে তোলে, বড় বড় অফিসার, কর্মকর্তা, বৈজ্ঞানিক, শিক্ষক, চিকিৎসক, ডাক্তার ও ইঞ্জিনিয়ার সইবতো শিক্ষকরাই তৈরী করে। তাই এদেরকে সর্বোচ্চ সম্মান শিক্ষা মন্ত্রনালয় দিতে চাই। গতকাল শনিবার সকাল ১১টায় হাটহাজারী পৌরসভাস্থ সরকারি ডেইরী ফার্ম সংলগ্ন এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাস এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিমত ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বেসরকারী শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনা হয়েছে যেটা বর্তমান সরকারের একটা বিরাট অবদান উলে।রখ করে তিনি আরো বলেন, কখনও মানুষ চিন্তা করে নাই তাদের (বেসরকারী শিক্ষকরা) বেতন দিগুন এর বেশি হবে। যদিও এটা নিয়ে একটি ধ্রুমজালের সৃষ্টি হয়েছিল তা অবশ্য আমরা পরে বসে পরিষ্কার করে দিয়েছি। আমাদের বেসকারী শিক্ষকরা হয়তো ভেবেছেন তারা দিগুন বেতন পাবে কিনা? হ্যাঁ, শিক্ষককেরা বিগত বছরের পহেলা জুলাই থেকে নতুন পে-স্কেলে পাবেন। তবে ওই পহেলা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া পাবে তা একসাথে চলতি বছরের ডিসেম্বর নাগাদ একসাথে পরিশোধ করা হবে। উল্লেখ্য যে, চলতি বছরের এ মাস থেকে নতুন পে-স্কেলে বেতন পাবেন বেসরকারী শিক্ষকরা। চট্টগ্রাম  ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.  গৌতম বুদ্ধ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিন আক্তার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবময় দেওয়ান প্রমুখ।