মিরাপাড়ায় গরু ফার্মে আগুন, ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর মিরাপাড়ায় গরু ফার্মে অগ্নিকান্ডে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মিরাপাড়া বি- ১৪৯ নং সাইদুর রহমান এপলু মিয়া গরু ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ফার্মের মালিক সাইদুর রহমান জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে ফার্মে গরুদের খারার দিয়ে বাসায় চলে আসি। রাত দেড়টার দিকে খবর পাই ফার্মে আগুন লেগেছে। আমার সাথে আশপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা চালালেও কোনো লাভ হয়নি। কয়েক মুহূর্তের মধ্যে আগুনে পুরো ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের এ ঘটনায় ফার্মের ভিতর তিনটি গরু পুড়ে মারা গেছে। এ ছাড়া উদ্ধার করা তিনটি গরুর শরীরের পুড়ে গেছে। উদ্ধার করা গরু গুলোও মরে যাবে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মিরাপাড়া এলাকায় গেলেও ছোট রাস্তার কারণে গাড়ি ফার্মের কাছে পৌঁছাতে পারেনি।
সাইদুর রহমান বলেন, ফার্মে আগুন লাগার মত কোনো কিছু ছিল না। যে কেউ ইচ্ছাকৃতভাবে এ অগ্নিকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শাহজালাল মুন্সি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফার্মের মালিক অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।