সিলেট বিভাগের ৪৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
ডেস্ক রিপোর্ট :: সিলেট বিভাগের চার জেলার মোট ৪৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রতিটি ইউনিয়নেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
দ্বিতীয় ধাপে সারাদেশের অন্যান্য ইউনিয়নগুলোর সাথে সিলেট বিভাগের চার জেলার ৪৬টি ইউনিয়নবাসী পেলেন তাদের নতুন চেয়ারম্যান।
বৃহস্পতিবার নির্বাচন হয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের মোট ৪৬টি ইউনিয়নে। ইউনিয়নগুলো যারা চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন তাদের তালিকা নিম্নে তুলে ধরা হলো।
সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যে গোয়াইনঘাটের বিজয়ীরা হচ্ছেন- নন্দীরগাঁওয়ে আওয়ামী লীগ প্রার্থী এস কামরুল হাসান আমিরুল, পূর্ব জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফুর রহমান লেবু, পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালাম, তোয়াকুল ইউনিয়নে বিএনপি প্রার্থী খালেদ আহমদ, রুস্তমপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল ও ফতেহপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আমিনুর রশীদ চৌধুরী।
কোম্পানীগঞ্জে বিজয়ীরা হচ্ছেন- পশ্চিম ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী বাবুল মিয়া। এছাড়া বাকিগুলোতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। তারা হলেন তেলিখালে বর্তমান চেয়ারম্যান কাজী আবদুল ওদুদ আলফু মিয়া, ইছাকলসে কুটি মিয়া, দক্ষিণ রণিখাইয়ে সিদ্দিকুর রহমান রোকন ও উত্তর রণিখাইয়ে ফরিদ উদ্দিন বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বিজয়ীরা হচ্ছেন- ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুল হেকিম, কালারুকা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী অদুদ আলম, খুরমা (উত্তর) ইউনিয়নে আওয়ামী লীগ প্রাথী বিলাল আহমদ, খুরমা (দক্ষিণ) ইউনিয়নে আওয়ামী লীগ আবদুল মছব্বির, ছাতক সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম, ছৈলা আফজালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গয়াছ আহমদ, দোলারবাজার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শায়েস্তা মিয়া, ভাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আওলাদ হোসেন মাস্টার, সিংচাপইড় ইউনিয়নে আওয়ামী লীগ সাহাব উদ্দিন সাহেল, জাউয়াবাজার ইউনিয়নে আ.লীগ (বিদ্রোহী) মো. মুরাদ হোসেন, নোয়ারই ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ.লীগ (বিদ্রোহী) দেওয়ান আবদুল খালিক পীর ও সৈদেরগাঁও ইউনিয়নেও আ.লীগ (বিদ্রোহী) আখলাকুর রহমান কিজয়ী হয়েছেন। আর একমাত্র ছাতকে বিএনপির বিদ্রোহীদের মধ্যে একমাত্র বিজয়ী হচ্ছেন চরমহলা ইউনিয়নের আবুল হাসনাত।