যুক্তরাজ্যস্থ ম্যানচেস্টার সহকারী হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন
মার্সিসাইড (যুক্তরাজ্য) প্রতিনিধি :: নর্থ ইংল্যান্ডে বসবাসরত বাঙালি নন-বাঙালি সহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে নিয়ে ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার প্রতিবারের মত এবারও ৪৫তম মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উদযাপন করেছে। গত রবিবার বাংলাদেশ সহকারী হাই কমিশনার এর উদ্যেগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক সংম্বর্ধনা অনুষ্টান মার্সিসাইড এর উইডনেস শহরের একটি রেষ্টুরেন্টে যথাযোগ্য মর্যাদায় অনুষ্টিত হয়েছে। মুক্তিযুদ্ধের বীর শহিদের প্রতি গভীর শ্রাদ্ধার সাথে স্বরণ করে ব্রিটিশ জাতীয় সঙ্গীতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্টানটির শুরু হয়।
জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানচেষ্টার বাংলাদেশ সহকারী হাই কমিশনার মিসেস ফেরদৌসি শাহারিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টারের ভাইস লেফট্যানেন্ট মিসেস এডিথ কন ওবিই।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর ডিরিক হিফারনেন, গ্রেটার ম্যানচেষ্টারের ডেপুটি লেফট্যানেন্ট কবির আহমেদ এমবিই, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারপার্সন আব্দুল নাছির ওয়াহাব, মুক্তিযুদ্ধা নজমুল ইসলাম প্রমুখ।
সহকারী হাই কমিশনার মিসেস ফেরদৌসি শাহারিয়া বলেন, মুক্তিযুদ্ধে বৃটেনে বসবাসরত বাংলাদেশী ও বিদেশী বন্ধুদের অনন্য ভূমিকার ভুলার মত নয়। মুক্তিযুদ্ধের মূল্যবোধ গনতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষতা, সুখি ও সম্মৃদ্ধশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যেকেরই স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় বক্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা অর্জনে তার দুরদর্শী ও অসাধারণ অবদানের কথা তোলে ধরেন। তারা আরো বলেন, ইতিহাসের সবচেয়ে গুরুত¦পূর্ন ও তাৎপর্যপূন্য দিন হলো ২৬ মার্চ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল মিষ্টার আয়ান পিলিং, ম্যানচেষ্টার বাংলাদেশ সহকারী হাই কমিশনার কাউন্সিলার ড. ওহিদুর রহমান টিপু, ওল্ডহাম বরাক কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার, কমিউনিটি ব্যক্তিত্ব শামছুদ্দিন আহমেদ এমবিই প্রমুখ।
অনুষ্টানে নর্থ ইংল্যান্ডে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি, বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় বৃটিশ বাঙালি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার গুনিজন উপস্থিত ছিলেন। হাই কমিশনার কর্তৃপক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর লেখা বই উপহার দেন। মহান স্বাধীনতার ৪৫ তম বর্ষ পালন উপলক্ষে আমন্ত্রিত অথিতিদের নিয়ে সহকারী হাই কমিশনার মিসেস ফেরদৌসি শাহারিয়া কেক কাটেন। সবশেষে এক নৈশ্য ভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।