কবর থেকে তনুর মরদেহ উত্তোলন

tonuডেস্ক রিপোর্ট :: কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর কবরস্থান থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উত্তোলন করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়। বেলা পৌনে ১২টায় মরদেহ উত্তোলন করা হয়।

সকাল সোয়া ১০টায় কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা কবরস্থানে এসে পৌঁছেন।

মরদেহ উত্তোলনের সময় তনুর বাবা ইয়ার হোসেন ও ভাই নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

মরদেহ উত্তোলনের পর পুনঃময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে নিয়ে যাওয়া হবে। সেখানে ডিএনএ এবং অধিকতর আলামত সংগ্রহ শেষে আজই পুনরায় একই কবরস্থানে দাফন করা হবে।

তনু হত্যাকাণ্ডের মামলাটি কুমিল্লা ডিবি পুলিশের কাছে হস্তান্তর হলে সোমবার মরদেহের পুনঃময়নাতদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম আদালতে আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম মরদেহ উত্তোলনের আদেশ দেন। তবে ২৯ মার্চ রাতে আইজিপির নির্দেশে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের অলিপুর এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙ্গল থেকে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার।