৬৩ যাত্রী নিয়ে মিশরের বিমান ছিনতাই
আন্তর্জাতিক ডেস্ক :: মিশরের ইজিপসিয়ান এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া বিমানটিতে ৫৫ যাত্রী ও ৭ ক্রু রয়েছে। বিমানটি ছিনতাইয়ের পর সাইপ্রাসের দক্ষিণ উপকূলের লারনাকা বিমানবন্দরে অবতরণ করেছে। তবে কে বা কারা বিমানটি ছিনতাই করেছে তা এখনও জানা যায়নি। খবর-বিবিসির।
মঙ্গলবার বিমানটি ছিনতাইয়ের পর পরই ইজিপ্ট এয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে টুইটারে বিবৃতি প্রদান করেছে।
সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি আরো জানিয়েছে, মিশরের অভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র।
এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ক্রুসহ ৬৩ আরোহী রয়েছে। তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে ৮০ জনেরও বেশি যাত্রী ছিল বিমানটিতে।