জৈন্তাপুরে ৬ ইউনিয়ন নির্বাচনে দায়িত্ব পেলেন ৩ রিটার্নিং কর্মকর্তা
জৈন্তাপুর প্রতিনিধি :: নির্বাচন কমিশন ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন রয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৩ এপ্রিল অনুষ্টিত হবে এই ৬টি ইউনিয়নের নির্বাচন।
ঘোষিত তফশীল অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত রিটানিং কর্মকর্তার নিকট হতে মনোনয়নপত্র গ্রহণ করা যাবে। ২৭ মার্চ নিদিষ্ট সময়ের মধ্যে ব্যাংক চালানের মাধ্যমে স্ব স্ব রিটারিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। বাছাই ২৯-৩০ মার্চ ও ৬ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন।
নির্বাচন অবাধ ও সুষ্টভাবে সম্পন্ন করতে ৬টি ইউনিয়নে ৩ জন রিটানিং কর্মকর্তার মাধ্যমে ভাগ করা হয়েছে। ১নং নিজপাট ও ২নং জৈন্তাপুর ইউনিয়নের রিটানিং কর্মকর্তা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত। ৩নং চারিকাটা ও ৪নং দরবস্ত ইউনিয়নের রিটানিং কর্মকর্তা হলেন উপজেলা প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান এবং ৫নং ফতেপুর ও ৬নং চিনাগুল ইউনিয়নের রিটানিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।