‘সব ইউপিতেই জাল ভোট চলছে’

4ডেস্ক রিপোর্ট :: দেশের প্রথম দফায় ৭১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রায় সবক’টি কেন্দ্র দখল করে জোর করে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে বলে অভিযোগ করে বলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
মঙ্গলবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় সবকটি ইউনিয়ন পরিষদেই দখল করে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে। কোন কোন কেন্দ্রে এসব করা হচ্ছে -তা লিপিবদ্ধ করে পরে জানাতে পারব।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমরা যে আশঙ্কা করেছিলাম -তা শতভাগ সত্য বলে প্রমাণিত হয়েছে। সকল থেকেই কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির ঘটনা ঘটছে।’
মুন্সিগঞ্জ, ভোলো, বরিশাল, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলার ইপি নির্বাচনের এলাকার চিত্র তুলে ধরেন রিজভী।
তিনি বলেন, ‘স্থানীয় রিটানিং অফিসারের কাছে অভিযোগ দিলেও তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছেন।’
নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের সমালোচনা করে রিজভী বলেন, ‘চাকুরির জন্য মানুষ এতো নীচে নামতে পারে তাদের না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ প্রশাসনের মাধ্যমে শাসকদলের সন্ত্রাসীদের দমাতে পারলেই নির্বাচন সুষ্ঠু হতো।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।