বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছেন তারা। এসময় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, আনোয়ার হোসেন, রিফাত জামান, আহসান হাবিব রানা সাংগঠনিক সম্পাদক সজিব বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম খান, দিদারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টুঙ্গীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ কেন্দ্রীয়, গোপালগঞ্জ জেলা ও উপজেলাসহ বিভিন জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি ও সাধারন সম্পাদক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন। পরে জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এর আগে ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া আসার পথে বিভিন্ন পয়েন্টে তাদেরকে ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।