বালাগঞ্জের ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন – বনলতা ফুডস এন্ড বেভারেজ
বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জের ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট আনোয়ারপুর ২০১৬’র চ্যাম্পিয়ন হয়েছে বনলতা ফুডস এন্ড বেভারেজ লাউয়াই। গত শনিবার বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুরের উত্তরের মাঠে আনোয়ারপুর কিংস ইলেভেন ফুটবল ক্লাবের উদ্যোগে এবং আনোয়ারপুর সমাজ কল্যাণ যুব পরিষদের পৃষ্টপোষকতায় এ টুর্ণামেন্টর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলায় বনলতা ফুডস এন্ড বেভারেজ লাউয়াই ১-০ গোলে মুক্তিযোদ্ধা স্পোটিং ক্লাব জামালপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দেশবিদেশের তারকা খেড়–য়ারদের নিয়ে গড়া উভয় দলের তূমুল প্রতিদ্বীতাপুর্ণ এ খেলা হাজার হাজার দর্শক উপভোগ করেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় তাজুল ইসলাম। ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন ৩য় স্থান অর্জনকারী দল শাহ কালাশাহ স্পোটিং ক্লাবের খেলোয়াড় ছায়াদ আহমদ। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী ফয়জুল ইসলাম আরিফ, আনোয়ার হোসেন সাজু, আব্দুল হামিদ, আব্দুল বাসিত, আনোয়ার হোসেন আনোয়ার। ধারাভাষ্য প্রদান করেন জুয়েল আহমদ নূর ও রুহুল আমিন।। টুর্ণামেন্টের জমজমাট এ ফাইনাল খেলা শেষে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিংবডির সদস্য শহিদুর রহমান শাহিন, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সদস্য এডভোকেট জুয়েল আহমদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, বালাগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শায়ফুল ইসলাম শামশাদ, রাজনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী, ওলিউর রহমান, আব্দুস শহীদ গেদা মিয়া, আব্দুস শহীদ আনসার, আব্দুল হক তমন মিয়া, আব্দুল জলিল বেলাল, মামুন চৌধুরী, খান ব্রিকস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান খান রাজু, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সমাজ কল্যাণ সম্পাদক শাহ মো. হেলাল, আনোয়ারপুর সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি আবুল খায়ের সুজন, আহমেদ জিলন, ফয়জুর রহমান শিপলু, আহমেদ লিপন, রায়হান আহমদ, আহমেদ কাওসার, কিংস ইলেভেন ফুটবল ক্লাবের সভাপতি মামুদ মোস্তাদি খান, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, নাজিমুল মুত্তাকিন খান, মাজেদ আহমদ, সাহেদ আহমদ, জুরেব আহমদ সাইফ, রাফি আহমদ শিপলু, স্টাইকার ফারহান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বলেন, ফুটবলের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গ্রামেগঞ্জে বেশি করে টুর্ণামেন্ট আয়োজন করতে হবে। তিনি বালাগঞ্জের ফুটবলকে এগিয়ে নিতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং টুর্ণামেন্টের আয়োজক আনোয়ারপুর কিংস ইলেভেন ফুটবল ক্লাবকে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।