আরাফাত সানি সাময়িক নিষিদ্ধ, তাসকিন সন্দেহমুক্ত
স্পোর্টস ডেস্ক:: বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। তবে পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সন্দেহমুক্ত ঘোষণা করেছে আইসিসি।
গত ১৪ মার্চ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সানির বায়ো-মেকানিক্যাল টেস্ট নেয়া হয়। পরদিন পরীক্ষা দেন তাসকিন আহমেদ।
পরীক্ষার ফল জেনে কিছুক্ষণ আগে ব্যাঙ্গালুরুতে তা ঘোষণা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
কোনো সমস্যা না থাকায় ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসহ পুরো টুর্নামেন্টই খেলবেন তাসকিন আহমেদ।
বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। জয় পাওয়া ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন দুই অাম্পায়ার।