সরকার গরীব দুস্থ লোকদের সাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে…সামাদ এমপি
ডেস্ক রিপোর্ট : সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার গরীব দুস্থ লোকদের সাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশ এখন এগিয়ে যাচ্ছে। এতে জনগণের জীবনমান অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। সরকারের এই সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে নিম্ন আয়ের নারী পুরুষ সাবলম্বী হচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে বেশি দিন লাগবে না।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৬ মার্চ বুধবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৪-১৫ অর্থ বছরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় মহিলা কর্মীদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সঞ্চয়ের নগদ অর্থ জনপ্রতি ২০ হাজার টাকা করে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা প্রকৌশলী জিদান আল তুহিনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাগক শহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, জেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, সহকারী প্রকৌশলী সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, সমাজসেবী জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিসবাহ হোসেন চৌধুরী প্রমুখ।