‘বিএনপিতে অনেক চাটুকার ও বেঈমান রয়েছে’
ডেস্ক রিপোর্ট : বিএনপিতে অনেক বেঈমান ও চাটুকার রয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তাদেরকে দূরে রাখতে পারলেই বিএনপিকে আগলে রাখা যাবে বলেও মন্তব্য করেছেন বিএনপির এ যুব বিষয়ক সম্পাদক। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দলটির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আসন্ন কাউন্সিলে পদের জন্য তদবির করতে অনেক নেতাকর্মী বিএনপির সিনিয়র নেতাদের বাসায় বাসায় কিংবা পার্টি অফিসে রিজভী ভাইয়ের পাশে পাশে থাকেন। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপিতে অনেক চাটুকার ও বেঈমান রয়েছে। এরা অতীতেও দলের সঙ্গে বেঈমানি করেছে, দলকে ভুল পথে পরিচালিত করেছে, দলের ক্ষতি করেছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক ও সোচ্চার থাকতে হবে, কৌশলী হতে হবে।’
আলাল বলেন, ‘বিএনপির নবনির্বাচিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন কাউন্সিলে দলের নীতি-আদর্শ থেকে শুরু করে নেতৃত্ব নতুন করে সাজাবেন। সুতরাং পদের জন্য আমরা দৌঁড়াদৌঁড়ি ও তদবির করবো না- এ প্রতিজ্ঞা আমাদের করতে হবে। প্রত্যেকের কর্মকা- নেত্রীর (খালেদা জিয়া) নজরে ও বিশ্লেষণের মধ্যে আছে। নিচের লেভেলের নেতাদের কর্মকা-ও আমাদের নজরে আছে। এগুলোকে একত্রিত করে একটি নতুন রূপ দিতে পারলে আমাদের কাউন্সিলের সফলতা আসবে।’
তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তথা জিয়া পরিবার যদি বাংলাদেশে নির্বিঘ্নে রাজনীতি করতে পারে তাহলে শেখ হাসিনা কিংবা অন্য কারোর এমন কোনো শক্তি নেই যে, বিএনপির ক্ষতি করবে।’ আলোচনা সভা শেষে মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো. মঞ্জুর হোসেন ঈসা।