ডেস্ক রিপোর্ট :: উপজেলা ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। শুক্রবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মুজিবুর রহমান মুজিব কে সভাপতি ও কুতুব উদ্দিন জুয়েলকে সাধারণ সম্পাদক করে ইতোপূর্বে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
কিন্তু মুজিবুর রহমান ও কুতুব উদ্দিন জুয়েল বিভিন্ন গনমাধ্যমে নিজেদেরকে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক দাবী করছেন। উপজেলা কমিটি বিলুপ্ত করে শাহ শাহেদকে সভাপতি ও রুমেন আহমদকে সাধারণ সম্পাদক করে সেেম্মলন প্রস্তুতি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমনের সাথে আলাপ আলোচনা করে খুব শিঘ্রই সম্মেলনের তারিখ ঘোষনা করা হবে।