লামাকাজিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩ পুলিশসহ আহত ৫০
স্টাফ রিপোর্ট : সিলেট সদর উপজেলার লামাকাজি মরাগাংয়ে মাছ ধরাকে কেন্দ্র করে ২ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। উপজেলার ফতেহপুর ও মিরেরগাঁওয়ের লোকজনের মধ্যে রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, ফতেহপুরের মনু মিয়া ও মিরেরগাঁওয়ের নেছার মেম্বারের লোকজনের মধ্যে বিকেলে মরাগাংয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে ২ গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, এছাড়াও সংঘর্ষ থামাতে গিয়ে এসআই পরিমলসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।