পরীক্ষা দিয়ে ধর্মশালায় ফিরেছেন সানি
স্পোর্টস ডেস্ক :: বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে চেন্নাই থেকে ধর্মশালায় ফিরেছেন স্পিনার আরাফাত সানি। গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে চেন্নাই রওনা হন তিনি। সঙ্গে গিয়েছিলেন স্পিন কোচ কালপাগে। ফল জানা যাবে ১৬ মার্চ।
নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচের পর সানি-তাসকিনের বোলিং নিয়ে সন্দেহের কথা জানান আম্পায়াররা।
তাসকিন পরীক্ষা দিতে যাবেন আগামীকাল। ফলাফল না আসা পর্যন্ত দুজনই খেলতে পারবেন।
আজ রাত সাড়ে আটটায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। যারা জিতবে তারাই বিশ্বকাপের মূল পর্বে উঠে যাবে। আর বৃষ্টির কারণে ম্যাচটি না হলে রানরেটে এগিয়ে থেকে মূল পর্বের টিকেট পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজকের একাদশে সানিকে রাখা না হলেও তাসকিনকে রাখা হয়েছে। এ ব্যাপারে মাশরাফি বলেছেন, ‘অ্যাকশনের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়নি। মূলত কম্বিনেশনের কারণে সে ওমানের বিপক্ষে খেলছে না। তবে তাসকিন মাঠে নামবে।