গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৮জন দগ্ধ
ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশু সহ ৮ জন আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আবু কালাম (৩০), জরিনা বেগম (৩০), এখলাস মিয়া (২০), ইব্রাহিম মিয়া (১৭), আব্দুর রহমান (৯), শিউলী বেগম, তাসলিমা (৭) ও ইয়ামিন (৬)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবু কালামের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও প্রতিবেশীরা জানায়, কুট্টাপাড়া গ্রামের ছালেক মিয়ার বাড়িতে শিউলি বেগম নামে এক গৃহবধূ সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে তিন শিশুসহ আটজন দগ্ধ হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।