জগন্নাথপুরে অপহৃত তরুণী শাল্লায় উদ্ধার, গ্রেফতার ১
ডেস্ক রিপোর্টঃ জগন্নাথপুরে অপহরণের ১৭ দিন পর শাল্লা থেকে অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২০ ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের এক তরুণীকে (১৯) অপহরণ করে নিয়ে যায় শাল্লা উপজেলার মারকুলি গ্রামের জুলফুকার আলীর ছেলে কিয়ারব মিয়া (৩০)।
এ ঘটনায় অপহৃতার পিতা আব্দুল গফুর বাদী হয়ে গত ৫ মার্চ জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৩ টার দিকে শাল্লা উপজেলার মারকুলি গ্রামে অভিযান চালিয়ে অপহরণের ১৭ দিন পর অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম জানান, মঙ্গলবার উদ্ধারকৃত অপহৃতাকে সুনামগঞ্জ আদালতে ও গ্রেফতারকৃত অপহরণকারীকে জেল হাজতে প্রেরণ করা হবে।