ছাতকে ২০ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থীদের নামের প্রকাশিত তালিকা সত্য নয়

সুনামগঞ্জ জেলা ২০ দলীয় জোটের বিবৃতি

ছাতকে ইউপি নির্বাচনে ২০ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী মনোনীত করার মিথ্যা বানোয়াট খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ । বিবৃতিতে জোট নেতৃবৃন্দ বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে জেলা বা উপজেলা ২০ দলীয় জোটের কোন বৈঠক কিংবা কোন সিদ্ধান্ত হয় নি । কিন্তু বিএনপি নেতৃবৃন্দ তাদের দলীয় প্রার্থীকে জোটের প্রার্থী হিসেবে যে পরিচয় দিচ্ছেন তার কোন সত্যতা নেই । বিশেষ করে ইসলামপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা ২০ দলীয় জোটের সদস্য সচিব এডভোকেট সুফি আলম সোহেল, কালারুকা ইউনিয়নে নজমুল হোসেন, ভাতগাও ইউনিয়নে উবায়দুল হক শাহীন ২০ দলীয় জোটের অংশীদার হিসেবে নির্বাচনে অংশ গ্রৃহন করছেন । কোন ধরনের বিভ্রান্তিকর খবরে নেতাকর্মী এবং সাধারন মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে জোট নেতৃবৃন্দ বলেন, কোন ধরনের বৈঠক ছাড়া বিএনপি নেতৃবৃন্দ চেয়ারম্যান প্রার্থীদের যে তালিকা প্রকাশ করেছেন তা সত্য নয় । ভবিষ্যতে জোটের সিদ্ধান্ত ছাড়া কোন বিবৃতি না দেওয়ার জন্য বিএনপির নেতাদের প্রতি আহবান জানান । পাশাপাশি ছাতকের সর্বস্থরের জনগনকে বিভ্রান্ত না হয়ে ইসলামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, কালারুকা ইউনিয়নে নজমুল হোসেন, ভাতগাও ইউনিয়নে উবায়দুল শাহীনের পক্ষে গন জোয়ার তৈরী করে নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানান ।
বিবৃবিদাতারা হলেন ২০ দলীয় জোট সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা তোফায়েল আহমদ খান, সদস্য সচিব মোমতাজুল হাসান আবেদ, যুগ্ম সদস্য সচিব আবু হানিফ নোমান, ছাতক উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মখছুছুর রহমান, যুগ্ম আহবায়ক এডভোকেট রেজাউল করিম, উপজেলা সদস্য সচিব ও ইসলামপুর ইউপির বর্তমান চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল