‘জিপিএ ৫ নির্যাতন’ বন্ধ করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ ফুলের মতো শিশুদের জীবনে এখন গান নেই, কবিতা নেই, সংস্কৃতিচর্চা নেই। তাদের ওপর শুরু হয়েছে ‘জিপিএ ৫ নির্যাতন’। এই নির্যাতন বন্ধ করতে হবে, নইলে শিশুদের মেধার বিকাশ ঘটবে না।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর রোববার বিকেলে ঈশ্বরদীতে অমর একুশে বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক পরিবারের বাবা-মায়েদের ধারণা, তার সন্তান যদি জিপিএ ৫ না পায় তবে যেন তার জীবন ধ্বংস হয়ে গেল। এ ধারণা সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, জিপিএ ৫ পাওয়াই শেষ কথা নয়। ঈশ্বরদীকে মাদকমুক্ত করতে হলে সংস্কৃতিচর্চা বাড়ানোর বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
ঈশ্বরদী বইমেলা মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস। বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, আয়োজক কমিটির আহ্বায়ক ইফতেখারুল আলম ইন্টু, প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু প্রমুখ।