বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :: নগরীর পূর্ব সাদাটিকরে রাসেল-হানিফ জুঠির উদ্যোগে সুরমাটাইমস পত্রিকার সার্বিক সহযোগীতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান
গত শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাসেল আহমদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা হানিফ আহমদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ খেলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্য়করী সংসদের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
২৪ নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাবেক আহবায়ক নরেন্দ্র সিং এর সভাপত্বিত্বে উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড়ের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজিজ , মহানগর স্বেচ্ছাসেবক
লীগের সাধারন সম্পাদক দেবাংশু দাশ মিঠু , যুবলীগ নেতা জব্বার আহমদ পাপ্পু ,দৈনিক সবুজ সিলেট ও সুরমাটাইমসের স্টাফ রির্পোটার মোহাম্মদ ফখরুল ইসলাম , যুব মহিলালীগ নেত্রী ডা: খুরশেদা আক্তার।
মহানগর ছাত্রলীগ নেতা রাজু আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শাহরিয়ার বেলাল , মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শানুর আলম , রুহিন আহমদ , জে-মার্ক এর সত্তাধিকারী আব্দুল জলিল চৌধুরী , খেলা পরিচালনা কমিঠির নুর ইসলাম ,লিমন ,জসিম ,মনসুর , সোহান , রাহী ,কামরুল , রুমেল ,নিজুত , র্যাফারি মিনার আহমদ , লাকী ,লাভু প্রমুখ।


