সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মগাদিসুর একটি হোটেলে হামলা চালিয়েছে দেশটির জঙ্গি সংগঠন আল শাবাব। এতে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার সময় সোমালিয়া ইয়ুথ লীগ (এসওয়াইএল) নামে হোটেলের সামনে দু’টি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়, যা গাড়ি বোমা বিস্ফোরণ বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এ ঘটনায় অন্তত ৮ জন আহত হওয়ার কথা বলছে স্থানীয় হাসপাতাল সূত্র। প্রথম বিস্ফোরণের ৪০ মিনিট পর অপর বিস্ফোরণটির আওয়াজ শোনা যায়। এদিকে, হামলার দায় স্বীকার করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে টুইট করেছে সংগঠনটি। এছাড়া হোটেলটি তাদের নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে আল কায়েদার ভাতৃত্বপূর্ণ সংগঠন আল শাবাব।