গোলাপগঞ্জের কুশিয়ারা সানমুন কিন্ডার গার্টেন’র বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন
সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা সানমুন কিন্ডার গার্টেন’র বার্ষিক শিক্ষা সফর ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয়েরর পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে (আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম), সিলেটের বিভিন্ন চা বাগান ও বিনোদন কেন্দ্র শিক্ষার্থীদের নিয়ে ঘুরে শিক্ষা সফরের অভিজ্ঞতা বিনিময় করবেন বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকরা। শিক্ষা সফরের অংশ গ্রহণ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ হাসনাত, নির্বাহী পরিচালক জুয়েল আহমদ খান, অর্থ সম্পাদক বিপ্লব দাস, সদস্য আব্দুল মুকিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা রাণী দেব, জুবেদা বেগম, জলি রাণী দাস, রুনা বেগম, শাহিনা বেগম, ইমু বেগম, রাশেদা বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। শিক্ষা সফরে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।