হাকালুকি হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি : এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বজ্রপাতে আব্দুল কাদির (৪০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে ৩ টার দিকে হাকালুকি হাওরের কুলাউড়ার ভুকশিমইল এলাকার বাবনকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আব্দুল কাদির ভুকশিমইল গ্রামের মাঝেরবাড়ি বাসিন্দা আব্দুর রহমানের পুত্র।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে হাকালুকি হাওরে বাবন কান্দি এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান আব্দুল কাদির। বেলা ৩টায় আকষ্মিক বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় হাওরে অন্যান্য লোকজন আব্দুল কাদিরের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মাসুক মিয়া ও স্থানীয় হেলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।