কমলগঞ্জে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কামারগাঁও গ্রামে ব্যবসায়ী মফিজ আলীর বসত গৃহে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩টি রুমের আসবাবপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সস্পুর্ণ ঘরটি পুড়ে যাওয়ায় বাড়ির লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮ টায়।
ফায়ার সার্ভিস ও পরিবারের লোকজন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সময় বসত ঘরের উত্তর দিকের রুম হতে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান। দ্রুত গতিতে আগুন পুরো ইটের তৈরী আধাপাকা ঘরটির চারটি রুমে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন ফায়ার সার্ভিস দলকে খবর দিলে ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ঘরের রক্ষিত আসবাবপত্র, টিভি কোন কিছুই রক্ষা পায়নি। সম্পুর্ণ ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু পড়ে যাওয়ায় মফিজ আলীসহ পরিবারের লোকজন রাতে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বাড়ির মালিক মফিজ আলী জানান, ঘরটিতে রক্ষিত কাপড়, সোফা, টিভি, আলনা, খাটসহ প্রায় ৪ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন।