এবার “সরলা”র সাথে দিপু
জীবন পাল: পুরো নাম অলক কান্তি মহালদার দিপু। জন্মস্থান হবিগঞ্জের নবীগঞ্জে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ আবাসিক এলাকায়। যে দিপু ছোটবেলা থেকেই গানের প্রতি উন্মাদ ছিল । যার কারনে গানের উন্মাদনায় নিজেকে মাতাতে গান পাগল ছেলেটি বাউন্ডুলের মত ছুটে বেড়িয়েছে সর্বত্র। ছেলেটি গানের আসরে যোগ দিতে সদা প্রস্তুত থাকতো। এভাবেই ছোট বেলা থেকেই গানের একজন ভাল শ্রেুাতা হয়ে যায় দিপু। আর গানের প্রতি তার প্রবল এই আর্কষন ও আগ্রহে থেকেই হাটি হাটি পা পা করে সংগীতের দিকে ঝুঁকে যাওয়া। যার ফলশ্রুতিতে সংগীত চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি। দিপুর সংগীতের হাতেখড়ি হয় তারই মাসি নিপা রানী দাশের কাছ থেকে। এরপর বাংলাদেশ বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী রাখাল চক্রবর্তী ও বিশিষ্ট্য বাঁশি বাদক বারী সিদ্দিকী”র কাছে সংগীত চর্চা করেন দিপু। সংগীতকে আত্মার আত্মীয় বানিয়ে সেই থেকে আজ পর্যন্ত নিজের অন্তরে আঁকড়ে ধরে রেখেছে দিপু। সংগীতকে আঁকড়ে ধরে দৃঢ় প্রত্যয় নিয়ে হেঁটে পথ চলতে চলতে আজকের এই দিপু’র সৃষ্টি। এতক্ষন ধরে যে দিপু’র কথা বলা হচ্ছে সে আর কেউ না, আমাদের সবার প্রিয় ও সুপরিচিত চায়ের রাজধানী পর্যটন নগরীর উজ্জ্বল নক্ষত্র বাউলশিল্পী বাউলিয়ানা দিপু। যার কন্ঠে সর্বত্র বেজে উঠে ফোঁক, বাউল ও লালনের গান। ইতিমধ্যে বাউলিয়ানা, শ্যাম, স্বজনী ও অন্তর্যামী নামের অ্যালবাম দিয়ে বাউলিয়ানা দিপু সংগীত পিপাসু দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছেন। তাক লাগানোর মত খবর হচ্ছে বাউলিয়ানা দিপু আসন্ন শাহ আব্দুল করিমের শতবর্ষ জন্মবার্ষিকী স্মরনে তার শুভাকাঙ্খিদের জন্য তার নিজের সৃষ্টি “সরলা”কে সবার মাঝে নিয়ে আসতে যাচ্ছেন। শাহ আব্দুল করিমের শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ের উজানগঞ্জের আগামী ২৬ শে ফেব্রয়ারীতে মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন বাউলিয়ানা দিপু’র ৫ম অ্যালবাম সরলা”র। “সরলা” নিয়ে বাউলিয়ানা দিপু’র সাথে জানতে চাইলে তিনি জানান, “সরলা” আমার অনেক সাধনার ফসল। দ্বীর্ঘ ৫ বছর পর “সরলা”র মাধ্যমে আমি আমার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সক্ষম হচ্ছি। “সরলা”কে নিয়ে আসার ক্ষেত্রে যার সহযোগিতা ও অবদান অপরিসীম তিনি হলেন কোজআপ তারকা রিংকু ভাই। যার ছোঁয়ায় সৃষ্টি আমার “সরলা”। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ও আমার জন্মদাতা পিতামাতার আশির্বাদে আমার স্বপ্ন “সরলা”কে আপনাদের কাছে স্বমর্পণ করতে যাচ্ছি। আমার সৃষ্টির গ্রহন যোগ্যতার বিচার বিবেচনার প্রকৃত বিচারক এখন আপনারা। আমার শোভাকাঙ্খি সহ সকল সংগীতপ্রেমীদের হৃদয়ে আমার “সরলা” ঠাঁই পেলেই আমার সৃষ্টির স্বার্থকতা”।
পরবর্তীতে বাউলিয়ানা দিপু ফকির দুরবিন শাহ’কে নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন।