ব্রিটেনে পরিত্যক্ত খনিতে মিলল ১০০ গাড়ি!
ডেস্ক রিপোর্টঃ ব্রিটেনের সিরাডিজিওনে পঁয়তাল্লিশ বছরের পুরনো একটি পরিত্যক্ত সেøট খনিতে অন্তত ১০০ গাড়ির খোঁজ মিলেছে। বিশ্লেষকদের মতে খনির ৬৫ ফুট গভীরে পাওয়া গাড়িগুলো ১৯৭০ দশকের।
গ্রেগরি রিভোলেট (৩১) নামে এক অনুসন্ধানকারী গাড়িগুলোর খোঁজ পান। তিনি ৪ ঘণ্টা অনুসন্ধান চালিয়ে খনির ১৯ মিটার নিচে গাড়িগুলোর সন্ধ্যান পান। খনি থেকে গাড়িগুলো তুলে আনাটা বেশ ব্যয়বহুল হবে বলে তার মত। ১৯৬০ সাল থেকে খনিটি বন্ধ রয়েছে।