সাংবাদিক শামীমের অবস্থার আরো অবনতি, ফের ঢাকা যাচ্ছেন

Shamim BanglaVisionদীর্ঘমেয়াদি চিকিৎসায়ও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সিলেট ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীমের। ভারত ও ঢাকায় দু’দফা চিকিৎসার পর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। এতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দু’একদিনের মধ্যে ফের ঢাকায় যাচ্ছেন চিকিৎসার জন্য।
সাংবাদিক শামসুল ইসলাম শামীম জানান, গত বছরের ১৫ ডিসেম্বর বিকেলে নগরীর মেন্দিবাগস্থ বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। এতে তার শরীরের বেশিরভাগ অংশ থেতলে যায়। ডান হাত ও বাম কাঁধেও আঘাত পান। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারত যান তিনি। চিকিৎসা শেষে ১১ জানুয়ারি তিনি দেশে ফেরেন। ভারতের ডাক্তাররা পূর্ণ বিশ্রাম ও ২ মাস পর ফলোআপ চিকিৎসার জন্য বলেছেন। হঠাৎ করে ৩০ জানুয়ারি বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় চিকিৎসা নেন। কিন্তু পরবর্তীতে অবস্থার আরো অবনতি হয়। ফলে আবারো চিকিৎসার জন্য ২/১ দিনের মধ্যে ঢাকায় যাচ্ছেন তিনি। তার আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।