কুলাউড়ায় ১২টি যানবাহনকে ১০ হাজার টাকা জরিমানা
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি যানবাহনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের নেতৃত্বে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অভিযানে ৬টি সিএনজি অটোরিকশা, ২টি বাস ও ৪টি মোটরসাইকেলকে অবৈধ পার্কিং, ফিটনেস বিহীন গাড়ী ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুলাউড়া থানার এসআই ফরিদ আহমদ নেতৃত্বে এক দল পুলিশ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র প্রমুখ অভিযানে অংশ নেন।
কুলাউড়া থানার পরিদর্শক (এসআই) ফরিদ আহমদ সিলেট টুডেটুয়েন্টিফোরডটকমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।