তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২৮, আহত ৬১
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের পার্শ্ববর্তী এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে (স্থানীয় সন্ধ্যা সোয়া ৬টা) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানা যায়, সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন । বিস্ফোরণের পর প্রাথমিকভাবে পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সেদেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। পরে, এ সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।
বিস্ফোরণের পরপরই সেখানে উদ্ধার কাজ চালানোর জন্য ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আকাশে হেলিকপ্টার টহল দিতেও দেখা গেছে। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে, তুরষ্ক সরকার এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। এর আগে, তুরস্কে সংঘঠিত বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। চলতি বছরের জানুয়ারি মাসে ইসলামিক স্টেট সন্ত্রাসীদের হামলায় ১০ জন নিহত হয়। এছাড়া, গত বছর দু’টি হামলায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে।