‘উচ্চ আদালতে ‘মহাভারতের কুরুক্ষেত্র’ চলছে’
ডেস্ক রিপোর্টঃ উচ্চ আদালতে ‘মহাভারতের কুরুক্ষেত্র মঞ্চায়ন হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান।
অবসরে গিয়ে রায় লেখা নিয়ে সম্প্রতি বিরোধে জড়িয়েছেন সদ্য অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং প্রধান বিচারপতি এস কে সিনহা।
শুক্রবার দুপুরে রাজধানী নয়াপল্টন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় মাহাবুবুর রহমান বলেন, ‘উচ্চ আদালতে বিচারপতিরা একে অপরকে আঘাত করছে। এর ফলে উচ্চ আদালতে মহাভারতের কুরুক্ষেত্র মঞ্চায়ন হচ্ছে।’
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, আগামী ‘১৯ মার্চ, বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলের জন্য ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। খুব শিগগিরই ভেন্যু নির্ধারিত হবে। আর এই কাউন্সিলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সত্যিকার সৈনিকরাই কমিটিতে স্থান পাবেন।
তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপিতে নতুন নেতৃত্ব আসবে। আর তারাই দেশের গণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করবে।
ইউনিয়র পরিষদ নির্বাচন বিএনপি অংশগ্রহণ করবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে বিএনপির এ নেতা বলেন, অবশ্যই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ, বিএনপি নির্বাচনের বিপক্ষে নয়। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
‘বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির ১৪ তম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় করণীয়‘ শীর্ষক এ আলোচনা সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, সাংবাদিক জাকির হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপিত কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।