সাগর-রুনি হত্যার বিচার বিচার কবে পাব?
ডেস্ক রিপোর্টঃ সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ইমজার উদ্যোগে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে চলাকালে বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার ৪৮ মাস পেরিয়ে গেলেও এখনও বিচার হয়নি। অবিলম্বে এই সাংবাদিক দম্পতির হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সহ বিচারের দাবি জানানো হয়। মানবন্ধনের ব্যানারে প্রশ্ন রাখা হয়- সাগর-রুনি হত্যাকান্ডের বিচার কবে পাব?
সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সিলেট জেলা শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট ব্যুরো চিফ আল আজাদ, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, ফ্রান্স প্রেসক্লাবের নুরুল ওয়াহিদ, জাতীয় কবিতা পরিষদের সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, এসএটিভির সিলেট ব্যুরো ইনচার্জ আব্দুল আলিম শাহ, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, মাছরাঙ্গা টিভির সিলেট প্রতিনিধি শাকির হোসাইন প্রমুখ।