সংগীতশিল্পী সাগরিকাকে অপহরনের ৬ দিন পর বিয়ানীবাজার থেকে উদ্ধার
ডেস্ক রিপোর্টঃ বিয়ানীবাজার থেকে অপহৃত সিরাজগঞ্জের সংগীতশিল্পীকে উদ্ধার করা হয়েছে। অপহৃত সংগীতশিল্পী সাগরিকা সরকার (২২)। সাগরিকা পাবনা জেলার সিনবাড়ীর ফারুক আহম্মেদ রিপনের স্ত্রী। অপহরণের ৬ দিন পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ বিয়ানীবাজার বাজার থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় রিপন নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত রিপন (৩৫)। সে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভালুকা বাজার এলাকার আজাহার আলীর ছেলে।
বিয়ানীবাজারের বারইগ্রাম এলাকার লাউতা ইউনিয়ন অফিসের পেছনের লুৎফুরের বাড়ি থেকে বাউল শিল্পী সাগরিকাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাগারিকার স্বামী বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছিলেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি গানের অনুষ্ঠানের জন্য কথাবার্তা বলার নামে অপহরণকারীরা মোবাইল ফোনে সাগরিকাকে ডেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় নিয়ে যায়। পরে সেখান থেকে মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হয়।