সিসিক প্রকৌশলীর বাসায় ডাকাতি : আটক ২
ডেস্ক রিপোর্টঃ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক প্রকৌশলীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে বাসার একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ডলারসহ অর্ধকোটি টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে দুজনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। সোমবার ভোরে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিনের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বাসার লোকজনের বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন জানান, সংঘবদ্ধ ডাকাতদল ওই বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে ৮০ ভরি স্বর্ণ, এক হাজার আমেরিকান ও কানাডিয়ান ডলার, নগদ লক্ষাধিক টাকা ও ১১টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে। খবর পেয়ে সকালেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে তিনি তাদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।