শ্রীমঙ্গলে র্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ প্রাইভেট কার আটক
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার শ্রীমঙ্গলস্থ রার-৯ এর অভিযানে ৩১ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে। ৬ ফেব্রুয়ারী শনিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর এলাকার পূর্ব লামুয়াস্থ এলাকা থেকে গাজাঁসহ কারটি আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ি ওই এলাকার বরকত মিয়ার পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন মাদক ও কারটি (যাহার নম্বর- ঢাকা মেট্রো-জ-১১-৫২১১) রেখে পালিয়ে যায়। র্যাব জানায়, ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন মল্লিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লক্ষ ১০ হাজার টাকা।