কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফি আহমদ সলমান বহিষ্কার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফি আহমদ সলমানকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলগি। জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সলমানকে দলের সকল পদ থেকে অব্যাহতি এবং অস্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে, স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বরাবরে চিঠি প্রেরণ করা হয়।
গত শুক্রবার কুলাউা উপজেলার কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের সদস্য ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনুর উপর হামলায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।