বালাগঞ্জে শাহ মন্তাজ আলী সারং হাফিজিয়া মাদ্রাসা ও অতিমখানা উদ্বোধন
পরকালের নাজাতের জন্য মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে হবে
………….এসএম রোকন উদ্দিন
বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন বলেছেন, শুধু ইহকালের জন্য কাজ করলে হবে না আমাদের পরকালিন জীবনের মুক্তির জন্যও কাজ করতে হবে। এ জন্য দ্বীনি শিক্ষার মাধ্যমে ধর্মীয় মূলোবোধ সম্পন্ন মানুষ সৃষ্টি করার স্বার্থে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুরস্থ মরহুম শাহ মো. মন্তাজ আলী সারং হাফিজিয়া নূরীয়া মাদ্রাসা ও অতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও অতিমখানার প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা সেক্টর কমা-ার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর বালাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মো. লিয়াকত আলী।
যুবনেতা সুহেল বারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এসিসটেন্ট সেক্রেটারী সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এমএ মালেক, গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল আহাদ, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসকাবের সহসভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সমাজ কল্যাণ সম্পাদক শাহ মো. হেলাল, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরমান উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল মানিক, আব্দুল জলিল, উপজেলা শ্রমিক লীগের নেতা সিরাজুল ইসলাম আনহার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি খন্দকার সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা জামিল আহমদ, যুবলীগ নেতা কামরান আহমদ দারা প্রমুখ।