দিনাজপুরে ট্রাক খাদে পড়ে চারজন নিহত
ডেস্ক রিপোর্টঃ দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় ঘনকুয়াশার কারণে কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কয়লা খনি পয়েন্ট গেট এলাকায় ঘটনাটি ঘটে।
বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইনচার্জ (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- জাকিরুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেন (৩৬), রেজাউল করিম (৪০) ও দিলীপ সিংহ। আহত ৩ জনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন। এ ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি আজ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।
তিনি জানান, পার্বতীপুর ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন থেকে এক ট্রাক ইউক্যালিপটাস গাছ নিয়ে ফুলবাড়ী অভিমুখে যাওয়ার পথে ঘনকুয়াশার কারণে কাঠবোঝাই ট্রাকটি বড়পুকুরিয়া কয়লা খনির পয়েন্ট গেটের কাছে খাদে উল্টে যায়। এতে কাঠ চাপা পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়।