‘ক্বারী’ প্রজন্মের কাছে শহীদ জিয়ার কালজয়ী রাজনৈতিক দর্শন জাগ্রত করবে : আবদুল্লাহ আল নোমান
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল উন্নয়ন ও উৎপাদন মুখি উল্লেখ করে তিনি আরো বলেন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে গণতন্ত্র চর্চার যুগান্তকারী অধ্যায় হিসেবে ‘কা-ারী’ প্রজন্মের কাছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কালজয়ী রাজনৈতিক দর্শন জাগ্রত করবে । তিনি আরো বলেন, তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র; শহীদ জিয়ার অসমাপ্ত স্বপ্ন,স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের যুগান্তকারী উদ্যোগ উন্নয়ন ও উৎপাদনমুখি কার্যক্রমকে এগিয়ে নিতে শক্তিশালী এবং কার্যকর অবদান রাখবে বলে আমার দৃঢ বিশ্বাস। এই গবেষণা কেন্দ্র আমাদের প্রথাগত রাজনীতির বাইরে রাজনীতিতে গুণগত পরিবর্তন ও মান সৃষ্টিতে সহায়ক হিসেবে কাজ করবে। মহান মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়ন, দেশ-জাতি ও গণতন্ত্রের সুরক্ষার জন্য জাতীয় জীবনের সর্বক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম)’র বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়ন করতে হবে এবং শিক্ষিত তরুণ প্রজন্মকে শহীদ জিয়ার আদর্শ লালন ও ধারণ করতে হবে। তিনি বলেন শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল গণমানুষের আশার আলোকবর্তীকা। তিনি দেশ ও জাতির ভবিষ্যৎ কা-ারী । ১৬ কোটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন-সংগ্রামে মজলুম আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তৃণমূল রাজনীতির বিকাশধারার জীবন্ত কিংবদন্তী তারেক রহমানের সাংগঠনিক হাতকে শক্তিশালী করা এবং সর্বোপরী শহীদ জিয়ার ১৯ দফার সফল বাস্তবায়নের লক্ষ্যে গবেষণা কেন্দ্রের সৃষ্টিশীল রাজিৈনতক,আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে দেশব্যাপী বিস্তৃত করার জন্য গবেষণা কেন্দ্রের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। ৩০ জানুয়ারী সাবেক মন্ত্রী জননেতা আবদুরøাহ নোমানের চট্টগ্রামস্থ বাসভবনে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র,বাংলাদেশ- এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা ও তারেক রহমানের তৃণমূল রাজনৈতিক দর্শন শীর্ষক কান্ডারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম.এ. হাশেম রাজু, গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা মহাসচিব ও কান্ডারী গ্রন্থ প্রণেতা আলমগীর নূর, সংগঠনের চট্টগ্রাম নগর শাখার আরিফুর রহমান মিঠু, টিটু মহাজন প্রমুখ। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি গবেষণা কেন্দ্রের রাজনৈতিক প্রকাশনা সংগঠনের মহাসচিব আলমগীর নূর রচিত ‘কান্ডারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং শহীদ জিয়ার আদর্শীক সংগঠক ও কর্মী-সমর্থকবৃন্দকে গবেষণা কেন্দ্রের সদস্য হয়ে শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শন ও গৌরবময় সংগ্রামী কর্মময় জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।