৬ মাসে সৌদি আরবে ২০০০০ বাংলাদেশী
ডেস্ক রিপোর্টঃ গৃহপরিচারিকা সহ বিভিন্ন গৃহস্থালির কাজে গত ছয় মাসে ২০ হাজার বাংলাদেশী সৌদি আরবে গিয়েছেন। অনলাইন আরব নিউজকে এ কথা জানিয়েছেন সেখানে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি বলেছেন, সৌদি আরবে কাজ করতে চান এমন ৩৫ হাজারেরও বেশি মানুষকে ভিসা দেয়া হয়েছে। সব মিলিয়ে সৌদি আরবে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা এখন ১৩ লাখ। বাংলাদেশী রাষ্ট্রদূত স্বীকার করেন যে, গৃহস্থালির কাজে লোক নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ ও সৌদি আরব দু’পাশেই বেশ বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করেই শ্রমিক নেয়ার কাজটি করতে হচ্ছে। তিনি বলেন, জটিল সব সমস্যা থাকা সত্ত্বেও মাত্র ৬ মাসে বাংলাদেশ থেকে ২০ হাজার গৃহকর্মী গিয়েছেন সৌদি আরবে। গোলাম মসীহ বলেন, সৌদি আরবের শ্রমমন্ত্রী মুফ্রেজ আল হাকাবানির সঙ্গে ৩১শে ডিসেম্বর তার বৈঠক হয়। ওই সময় দু’পক্ষই গৃহকর্মী নিয়োগের বিষয়ে একমত হন। ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সহ বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে সম্মত হয় সৌদি আরব। এ সময়ে তারা দক্ষ গৃহকর্মীর জন্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে একমত হন।