গত ২৩ জানুয়ারী ২০১৬ইং তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ছাতক ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক আতাউর রহমানের ঘাতকের দৃষান্তমূলক শাস্তির দাবীতে ছাতক ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী, বাংলাদেশ বেসরকারী কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ সুনামগঞ্জ জেলা সহ বিভিন্ন সংগঠন ।
ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক আলমগীর হোসেন এবং উজ্জল রায়ের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক পংকজ কুমার সরকার, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক ফখর উদ্দিন, মোঃ স্বপন, অধ্যাপক হেলাল আহমদ, অধ্যাপক শংকর চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, ছাতক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শামসুল ইসলাম তালুকদার, অধ্যাপিকা রাহিমা আক্তার হীরা, অধ্যাপিকা হোসনে আরা মুনতাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যাপক আতাউর রহমানের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে নামতে তারা বাধ্য হবে।