মৌলভীবাজার সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবীনবরণ অনুষ্ঠিত
আজ ২৭ জানুয়ারি সকাল ১০ টায় মৌলভীবাজার সরকারি কলেজর পুরাতন অডিটোরিয়ামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যেগে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ শাখার সহ সভাপতি বিপাশা দাশগুপ্তের সভাপতিত্বে ও সংগঠক রেহনোমা রুবাইয়াৎ এর পরিচালনায় নবীনবরণের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমরেড মঈনুর রহমান মগনু (অ্যাড.), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মিটন দেবনাথ। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ হোসেন,রিফাত হোসেন প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন,দেশের উচ্চ শিক্ষার বৃহত্তর প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যায়ের অধিভূক্ত কলেজ মৌলভীবাজার সরকারি কলেজ। ১৪ হাজারের অধিক শিক্ষার্থীর জন্য যে পরিমান কাসরুম,শিক্ষক,লাইব্রেরী সেমিনারে নতুন সংস্করনের বই প্রয়োজন তা এই শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। অপর দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজোট কমানোর নামে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে কলেজগুলোকে পরীক্ষা কেন্দ্রে পরিনত করেছে। তাই বক্তারা, অবিলম্বে স্বতন্ত্র পরীক্ষাহল পরীক্ষার জন্য ব্যবহার করা,সৃজনশীল পদ্ধতির পরিপূরক আয়োজন করে প্রতি শিক্ষা বর্ষে ২১০-২২৫ দিন কাস নিশ্চিত করা সহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাতীয় বিশ্ববিদ্যালযের ৮ দফা দাবি বাস্তবায়নে আহ্বান জনান এবং শিক্ষার্থীদের এই সকল দাবি বাস্তবায়নের আন্দেলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও নবীন শিক্ষার্থী বন্ধুগণ।