‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’ এর সাথে মতবিনিময়
গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত জনগণ মানেনা
গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন
গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর উদ্যোগে গতকাল বুধবর সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’ এর সাথে এক মতবিনিময় সভা চেম্বার ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’ এর সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন বাসদ জেলা সমন্বয়ক, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের যুগ্ম আহ্বায়ক আবু জাফর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর আহবায়ক, সাম্যবাদী দলের জেলা সাধারন সম্পাদক ধীরেন সিংহ, গনতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মো: আরশ আলী, প্রবীন রাজনীতিবিদ এড. মুজিবুর রহমান চৌধুরী, ওয়ার্কাস পার্টি জেলা সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, রাজনীতি বিশ্লেষক ড. নেছার আহমদ কায়ছার, এ.সি.সি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন কিবরিয়া, ভাইস প্রেসিডেন্ট মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক সাহিদুর রহমান, এনামুল কুদ্দুস চৌধুরী, এমদাদ হোসেন, আব্দুর রহমান, জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েল ফেয়ার এসোসিয়েশন চঞ্চু লেন্দু দাস চঞ্চল, আমিনুর রহমান আলম, ফখরুদ্দিন আহমদ প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত গণবিরোধী ও জনস্বার্থ বিরোধী। গ্যাস সংযোগ বন্ধের ফলে সরকার একদিকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে সিলেট বিভাগের এক কোটি মানুষের জনজীবনে নেমে আসছে চরম দুর্ভোগ ভোগান্তি।
বক্তারা গ্যাস সংযোগ বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে পূর্বের ন্যায় গ্যাস সংযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’ এর নেতৃবৃন্দ গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের চলমান কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষনা করেন।