বউয়ের সঙ্গে লুকিয়ে প্রেম করলেন শাহরুখ
বিনোদন ডেস্কঃ বউয়ের সঙ্গে প্রেম। তাও আবার লুকিয়ে? হুম। সম্প্রতি এমন কাজই করলেন শাহরুখ খান। মধ্যরাতে মুম্বইয়ের নাইটক্লাবে ধরা পড়লেন রোম্যান্সে মগ্ন বলিউডের এই হট রিয়েল লাইফ জুটি।
ঘটনাটি ঠিক কী?
ইদানিং ছেলেমেয়েদের নিয়েই পার্টিতে যান শাহরুখ-গৌরী। আরিয়ান, সুহানা তো বটেই এমনকী ছোট্ট আব্রামও সঙ্গী হন বাবা-মায়ের। তাই শুটিংয়ের বাইরে ফ্যামিলি টাইম কাটাতে অভ্যস্ত শাহরুখের গৌরীর সঙ্গে আলাদা করে আর বেরোনোই হয় না। সে ইচ্ছেতে ভর করেই পুরনো দিনের মতো শুধু দু’জনে পার্টি করতে বেরিয়েছিলেন।
চুটিয়ে ‘উই’ টাইম উপভোগ করার প্ল্যান ছিল তাঁদের। দু’জনের রাত পোশাকে ছিল কালো রঙের ছোঁয়া। এ দিন গৌরীর ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন কিঙ্গ খান। অনেকদিন পর শাহরুখকে একান্তে পেয়ে খুশি ছিলেন গৌরীও।
কিন্তু সেই নাইটক্লাবেই সে দিন হাজির ছিলেন সূর্য পাঞ্চোলি, আথিয়া শেঠি, কৃতি শ্যানন, বরুণ শর্মার মতো বলি-তারকারা। তাই বউয়ের সঙ্গে লুকিয়ে প্রেম করা আর হল কই? তবে ওই রাতে সবার নজর ছিল শাহরুখ-গৌরীর দিকেই। আনন্দবাজার