অবশেষে শাবির সেই শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা
ডেস্ক রিপোর্টঃ গাড়ি চাপায় দুই জন নিহতের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার নিহত কলেজ শিক্ষক আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমি বাদি হয়ে শাবির যন্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আরিফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, শিক্ষক আরিফুল আত্মগোপনে রয়েছেন।
অধ্যাপক আরিফুল গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোমিটার সড়কে গাড়ি চালানো শেখার সময় ওই দুর্ঘটনা ঘটে। তাঁর গাড়ী চাপা পড়ে নিহত হন গিয়াস উদ্দিন (৭০) ও তার ভাগিনা লেখক ও কলেজ শিক্ষক আতাউর রহমান (৫০)।
আহত হন আতাউর রহমানের স্কুল পড়ুয়া মেয়েসহ তিনজন। মেয়ে রাহিবা আক্তারকে নিয়ে ওই দিন বিশ্ববিদ্যালয় দেখাতে গিয়েছিলেন আতাউর।