জেনারেল পাবলিকের গাড়ি!
ডেস্ক রিপোর্টঃ যানবাহনে বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের নাম, ডাক্তার, সাংবাদিক, আইনজীবি, পুলিশ, ছাত্রলীগসহ নানান পরিচয় লেখা স্টিকার দেখা গেলেও এবার দেখা গেল ‘জেনারেল পাবলিক’ লিখা স্টিকার!
সরেজমিনে রোববার প্রেসক্লাবের ভেতর জিয়াউল আলম ভূঁইয়ার মালিকানাধীন সাদা প্রাইভেট কারে ইংরেজিতে লিখাটি দেখা গেছে।
জিয়াউল বলেন, যে যার মতো, গাড়িতে কতই না কিছু লিখে রাখে, কোনো নিয়মকানুন নেই। কিন্তু গাড়িতে এসব লিখার মাহাত্ম কী? কোন পর্যায়ের লোকজন এসব লিখতে পারবেন এসবের নিয়ম করা উচিৎ। যারা গাড়িতে নানা পরিচয় লিখে রাখেন, তাদের প্রতি প্রতিবাদ জানাতেই আমি জেনারেল পাবলিক স্টিকার লাগিয়েছি। আমি তো জেনারেল পাবলিকই!